বাংলাদেশ টেলিভিশনে ১৮ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘কোথায় যাবে’। রোজিনা নাসরিন কমলের রচনায় এটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তোফা হাসান, রিমি করিম, জাহাঙ্গীর আলম, আইনুন নাহার পুতুল ও রেজওয়ান পারভেজ।
ঘটনাক্রমে একদিন গঞ্জে হোসেন মিয়ার সঙ্গে সালামের পরিচয় হয়। সালামের তিন কূলে কেউ নেই জানতে পেরে তাকে হোসেন মিয়া নিজের বাড়িতে নিয়ে আসেন। সালাম এসে গৃহশিক্ষক হিসেবে টিয়া ও ময়নাকে পড়াতে থাকে। একপর্যায়ে টিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সালাম টিয়ার পুরুষালি কণ্ঠ শুনেও তাকে অনেক
নাটকে টিয়ার চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম।