হোম > বিনোদন > টেলিভিশন

সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ফারিণের

বিনোদন প্রতিবেদক

মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন হাল আমলের জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণ। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই হুমকি দেন তিনি।

সাংবাদিক ভাইবোনদের শ্রদ্ধা করি ও সম্মানের চোখে দেখি মন্তব্য করে ফারিণ পোস্ট লেখেন, ‘সাংবাদিকদের আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’

ফারিণ লেখেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে—কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

ব্যক্তিজীবন সব সময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করেন জানিয়ে ফারিণ আরও লেখেন, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক্‌স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করবো।’ 

ফারিণ লেখেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করবো না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি।’

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ফারিণ লেখেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই। আমার এবারের ঈদের কাজগুলোর আপডেট একে একে পোস্ট করতে চাই। ধন্যবাদ।’

সম্প্রতি দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে তাসনিয়া ফারিণ ও তাহসান খানকে জড়িয়ে কিছু সংবাদ প্রকাশ হয়। তার জবাবেই ফারিণ এই পোস্ট দিয়েছেন বলে জানা গেছে।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’