একসময় অভিনেতা আবদুন নূর সজলের পরিচিত ছিল ‘রোমান্টিক হিরো’ হিসেবে। কিন্তু গত কয়েক বছরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন তিনি। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রইংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে ফেলেছেন নানান চ্যালেঞ্জে।
শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার— সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। সজল এখনো খুঁজে চলেছেন সারাক্ষণ। যে চরিত্রগুলো তাঁকে ভাবাবে, কষ্ট করতে বাধ্য করবে।
সাহিত্যিক ইশতিয়াক আহমেদ তেমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সজলকে। লেখালেখির পাশাপাশি ইদানীং নির্মাণও করছেন ইশতিয়াক। কিছুদিন আগে বানিয়েছেন টেলিফিল্ম ‘রংমিস্ত্রি’। এতে রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল।
শ্যান্ডো গেঞ্জি পরে, সারা গায়ে ছিটেফোটা রং মেখে, বাঁশের তৈরি মাচায় উঠে বাস্তবের রংমিস্ত্রির মতোই সারা দিন শুটিং করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে সজলকে সঙ্গ দিয়েছেন সারিকা সাবরিন।
দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে সারিকাকে দেখার চেষ্টা করে সজল। একটা সময় সারিকাও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এভাবে কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়। একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসে। শুরু হয় জটিলতা।
‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম ও আরাবী মাহমুদ নোমান। টেলিফিল্মটি দেখা যাবে আগামীকাল বুধবার, বেলা ৩টায় চ্যানেল আইতে।