হোম > বিনোদন > টেলিভিশন

বিয়ে করলেন অভিনেতা জোভান

গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিলেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।

ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান, যেখানে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে।

এর পরই যোগাযোগের চেষ্টা করা হয় জোভানের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাত্রী জোভানের প্রেমিকা। তিনি শোবিজের কেউ নন। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।

উল্লেখ্য, একই দিনে (১২ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানা।