প্রযোজক ও অভিনেত্রী করভী মিজানের নিমন্ত্রণে এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন অভিনেতা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। করভী মিজানের ছেলের বিবোহোত্তর সবংর্ধনায় অংশ নিতে ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন তাঁরা।
৪ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস মিরপুরে একটি শোরুম উদ্বোধন করেন। ওই সময় তাঁদের সঙ্গে আরও ছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।
টনি ডায়েস বলেন, ‘অল্প সময়ের জন্য এসেছি, তারপরও ভীষণ ভালো লাগছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, মিডিয়ার প্রিয় মানুষদের সঙ্গে দেখা হচ্ছে। তবে অল্প সময়ে ফিরতে হচ্ছে বলে একটু মন খারাপ লাগছে।’
প্রিয়া ডায়েস বলেন, ‘প্রতিদিনই কারো না কারো সঙ্গে দেখা হচ্ছে। সবার সঙ্গে মনভরে কথা বলছি। তারিনকে নিয়ে প্রচুর কেনাকাটা করেছি। সবার সঙ্গে দিনরাত আড্ডা দিচ্ছি। খুব ভালো লাগছে।’