হোম > বিনোদন > সিনেমা

সিনেমা বানাচ্ছেন মিলন, নাম ‘লাল বাকসো’

অভিনেতা হিসেবেই পরিচিতি আনিসুর রহমান মিলনের। তিনি নির্মাণও করেন। গত ঈদেও মিলন বানিয়েছেন একটি নাটক, নাম ‘অবসেশন’। সাদিয়া ইসলাম মৌ অভিনয় করেছেন এতে। প্রচার হয়েছে আরটিভিতে। দর্শকদের কাছে ‘অবসেশন’ বেশ প্রশংসা পাচ্ছে। মিলন জানিয়েছেন, প্রতিদিনই প্রশংসাসূচক ফোন পাচ্ছেন। ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

নাটকের নির্মাতা হিসেবে আনিসুর রহমান মিলনের হাতেখড়ি ১৯৯৯ সালে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৭ সাল থেকে নিয়মিত প্রতিবছর একটি করে নাটক নির্মাণ করেন এই অভিনেতা। মিলন বলেন, ‘আমি পেশাদার নির্মাতা নই। যত নাটক বানিয়েছি, সব নাটকেই লস হয়েছে। কিন্তু আমি কাজটা ঠিকমতো করার চেষ্টা করি।’

মিলন জানান, ছবি বানানোর প্রস্তুতি হিসেবেই নাটকগুলো বানিয়েছেন তিনি। নিজেকে পুরোদস্তুর চলচ্চিত্র নির্মাতা হিসেবে তৈরি করার দিকেই এগোচ্ছেন মিলন। নাট্যনির্মাতা হিসেবে অনেক বছর পেরিয়ে গেছে, তবে এখনো সিনেমা বানানো হয়ে ওঠেনি তাঁর। আগেও কয়েকবার শুরু করবেন বলে ভেবেছেন, কিন্তু শেষ পর্যন্ত গল্প গড়ায়নি শুটিংয়ে। তবে এবার মিলন আটঘাট বেঁধে নেমেছেন। শিগগিরই শুরু করছেন ছবি বানানোর কাজ।

ছবির কনসেপ্ট বলে দিলে খানিকটা স্পয়লার হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, এই উপমহাদেশে যে ধরনের ছবি হয়, সে রকম কাছাকাছি একটা গল্প। ছবিটি দেখে মানুষ নড়েচড়ে বসবেন। তাঁদের মনে হবে, সিনেমায় এটাও হতে পারে!

আনিসুর রহমান মিলন, অভিনেতা ও নির্মাতা

আনিসুর রহমান মিলন পরিচালিত প্রথম ছবির নাম ‘লাল বাকসো’। গল্প মিলনের, চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ‘লাল বাকসো’র গল্প কেমন হবে, কোন বিষয় ঘিরে বানানো হচ্ছে, সে-সম্পর্কে বিস্তারিত জানাতে চাইলেন না মিলন। বললেন, ‘ছবির কনসেপ্ট বলে দিলে খানিকটা স্পয়লার হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, এই উপমহাদেশে যে ধরনের ছবি হয়, সে রকম কাছাকাছি একটা গল্প। ছবিটি দেখে মানুষ নড়েচড়ে বসবেন। তাঁদের মনে হবে, সিনেমায় এটাও হতে পারে!’

‘লাল বাকসো’র চিত্রনাট্য লেখার কাজ শেষ। তবু গল্প নিয়ে প্রতিদিনই আলোচনা চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু করবেন ছবির শুটিং। কারা অভিনয় করবেন ‘লাল বাকসো’ ছবিতে, সেটা চূড়ান্ত হয়নি। তবে যোগ্য চরিত্রে যোগ্য অভিনয়শিল্পী নেওয়া হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, জানালেন আনিসুর রহমান মিলন।

আনিসুর রহমান মিলন অভিনীত প্রথম ছবি ‘হাজার বছর ধরে’। ২০০৫ সালে মুক্তি পায় সুচন্দা পরিচালিত ছবিটি। এরপর নিয়মিত ছোট পর্দায় কাজ করলেও বড় পর্দায় তাঁকে দেখা যায় অনেক বছর পর, ২০১৩ সালে। ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ দিয়ে বাণিজ্যিক ছবিতে পা রাখেন মিলন।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার