হোম > বিনোদন > সিনেমা

‘কাছের মানুষ’ প্রসেনজিৎ ও দেব

একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন কলকাতার বাংলা ছবির দুই সুপারস্টার। দেবের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কয়েক দিন আগেই জানা গিয়েছিল, জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ। এবার খবর এল, শুধু জিৎ নয়, দেবের সঙ্গেও দেখা দেবেন বুম্বা। ‘কাছের মানুষ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের।

প্রসেনজিৎ, দেব ছাড়াও ছবিতে থাকবেন ইশা সাহা। ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ। ‘কাছের মানুষ’ ছবি নিয়ে দেব বলেন, ‘বুম্বাদা ছবিটা করতে রাজি হয়েছেন, এটাই আমাদের কাছে ভাগ্যের ব্যাপার। এ গল্পটা নিয়ে এক বছর ধরে আমি আর পথিকৃৎ পড়ে আছি। যখন চিত্রনাট্য শেষ হলো, আমি প্রথমেই বুঝেছিলাম বুম্বাদা ছাড়া এই ছবি হবে না।’

এই ছবির গল্প দেব ও পরিচালক দুজন মিলে লিখেছেন। দেবের কথায়, ‘আমি কো-রাইট করেছি ছবিটা। বলা যেতে পারে সত্যি ঘটনার ওপর তৈরি এই ছবি। দুজন একেবারে ভিন্ন, দুই মেরুর মানুষের মধ্যেও সখ্য গড়ে উঠতে পারে, এটাই দেখানো হয়েছে ছবিতে।’

আগামী ডিসেম্বর থেকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রসেনজিৎ ও দেব। শুটিং হবে কলকাতায়।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ