হোম > বিনোদন > সিনেমা

মিমের নতুন শুরু

বিনোদন প্রতিবেদক

ঢাকা: গত বছরের শেষ দিকে শুরু হয়েছিল বিদ্যা সিনহা মিমের ‘দামাল’ ছবির শুটিং। করোনার কারণে কয়েকবার বিরতি দিয়ে কিছুদিন আগে শেষ হয়েছে শুটিং। ঘুরেফিরে মিমের এই একটা ছবির খবরই পাওয়া যাচ্ছিল গত দেড় বছর ধরে। নতুন কোনো সিনেমার খবর দেবেন কি মিম?

করোনার মধ্যেও একাধিক প্রযোজক-পরিচালকের সঙ্গে ছবি নিয়ে বসেছেন। তবে সবমিলিয়ে হয়ে উঠছিল না। অবশেষে জানা গেল মিমের নতুন ছবির খবর। দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’–এ যুক্ত হলেন তিনি।

সিনেমাটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন। বিদ্যা সিনহা মিম ছাড়া এতে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহ এর আগে ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সে যুদ্ধ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই ভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’।

ছবিতে মিম প্রযুক্তি ও সাইবার বিষয়ে বিদেশ থেকে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন।

মিম বলেন, ‘একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে, তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করেন। এই ছবিতে আমি দেশকে রক্ষার যুদ্ধে নামব সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে।’

মিম এর আগে এমন চরিত্রে কাজ করেননি। বলেন তিনি, ‘আমি অনেক ছবিতে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এই চরিত্রটির মতো কোনো চরিত্র আমার ক্যারিয়ারে নেই। সত্যি বলতে এই ধরনের গল্প ও ক্যারেক্টার বাংলা ছবিতে আগে আসেনি।’

ছবির জন্য প্রস্তুতিও নিচ্ছেন পুরোদমে। চরিত্র অনুযায়ী ফিটনেস আনতে জিমে দুই ঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন। মিম বললেন, ‘জিমের টার্গেট হচ্ছে। মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম। এখন টার্গেট করেছি, একটা লিন বডি (মেদহীন) বানাব। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি। ওয়েট ট্রেলিং করি। এতে প্রায় দুই ঘণ্টার মতো লাগে।’

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া ছবি ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’। এছাড়া ‘ইত্তেফাক’ ও ‘দামাল’ ছবির সব কাজ শেষ হয়ে এই বছরই মুক্তি পাবে।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার