হোম > বিনোদন > সিনেমা

নির্মাতার বিরুদ্ধে অপেশাদারত্বের অভিযোগ শাবনূরের

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাবনূর। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এরপর বারবার গুঞ্জন রটেছে, রঙ্গনা আর হবে না। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। নির্মাতা অবশ্য প্রতিবারই এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, শাবনূর দেশে ফিরলে বাকি অংশের শুটিং হবে।

এর মধ্যেই রঙ্গনা সিনেমার শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করা হয়েছে ইউটিউবে। সাতটি পর্বে সব মিলিয়ে ঘণ্টাখানেকের ফুটেজ প্রকাশ্যে এসেছে। নির্মাতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন শাবনূর। নির্মাতার বিরুদ্ধে তুলেছেন অপেশাদারত্বের অভিযোগ।

গতকাল ফেসবুকে শাবনূর লেখেন, ‘এ সিনেমার প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছে। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি।’

শাবনূর জানান, রঙ্গনা সিনেমা ইউটিউবে প্রকাশ হবে জানলে তিনি এই কাজের সঙ্গে কখনো যুক্ত হতেন না। তিনি বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম। ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনা মূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনা মূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম, এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তাহলে কখনো এতে অংশ নিতাম না।’

এমন ঘটনায় শাবনূরের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্রশিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।’

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি