‘সংশপ্তক’ নাটকে হুরমতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দেশজুড়ে `হুরমতি বু' নামেই পরিচিত হয়ে উঠেছিলেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। মঞ্চ-টেলিভিশন ফেরদৌসী মজুমদারের অভিনয়ে মুখর হয়েছে নানা সময়ে। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। ‘ইচ্ছে নাটাই’ শিরোনামের এই তথ্যচিত্র তৈরি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়। নির্মাণ করছেন আবীর শ্রেষ্ঠ।
এরই মধ্যে তথ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে ঢাকার সেন্ট্রাল রোডে ফেরদৌসী মজুমদারের বাড়ি ‘মাতৃছায়া’সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড ও শহীদ মিনারে।
নির্মাতা জানিয়েছেন, ফেরদৌসী মজুমদারের টেলিভিশন জীবন, মঞ্চ নাটক, শিক্ষকতা, পরিবার—কোনো কিছুই বাদ যাচ্ছে না এই প্রামাণ্যচিত্রে।
ফেরদৌসী মজুমদার বলেন, ‘আবীর শ্রেষ্ঠ অত্যন্ত পরিশ্রমী। খুব যত্ন নিয়ে কাজটি করছে। আমি ওর কাজে সন্তুষ্ট। আমার ওপর অনেক পড়াশোনা করে কাজটি করছে।’
নানা কারণেই দীর্ঘদিন অভিনয়ে দেখা মেলেনি ফেরদৌসী মজুমদারকে। তিনি জানান, টিভি নাটকের চেয়ে মঞ্চ নাটকই বেশি টানে তাঁকে। ৫০ বছরেরও বেশি সময় অভিনয় করেছেন মঞ্চে। আগামী ১ অক্টোবর আবারও ফিরছেন থিয়েটারের আলোচিত নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নিয়ে।
‘মনে পড়ে’, ‘অভিনয়জীবন আমার’, ‘যা ইচ্ছা তাই’ নামে ফেরদৌসী মজুমদারের লেখা তিনটি বইও প্রকাশিত হয়েছে।