হোম > বিনোদন

ঈদের ছুটিতে মহিলা সমিতির মঞ্চে প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’

রোজার ঈদের মতো কোরবানির ঈদের ছুটিতে মঞ্চে থাকছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর। রাজধানীর মহিলা সমিতিতে নাট্যদলটি মঞ্চায়ন করবে তাদের ১৬তম প্রযোজনা ‘অভিনেতা’। ২১ জুন ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকটি।

অনন্ত হিরার লেখা আর নূনা আফরোজের নির্দেশনায় এমন এক চরিত্রকে নিয়ে এগিয়েছে অভিনেতা নাটকের গল্প, যে চরিত্র সব সময় অন্যায়ের বিরুদ্ধে সরব। অভিনয় করেছেন অনন্ত হিরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ।

নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমাদের অভিনেতা একজন শিল্পী ও শিল্পযোদ্ধা। সে থাকে বাংলাদেশে, কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত-নিপীড়িত মানুষের জন্য। পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো কুসংস্কার, ধর্মান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি, রুচিহীনতার বিরুদ্ধে লড়াকু সে সব সময়।’

অভিনেতা নাটকে নির্দেশনা ছাড়াও এই নাটকের কস্টিউম ডিজাইন করেছেন নূনা আফরোজ। এ ছাড়া মঞ্চ করেছেন সাজু খাদেম, আলো ঠাণ্ডু রায়হান, সংগীত নীল কামরুল, পোস্টার চারু পিন্টু, কোরিওগ্রাফি প্রকৃতি শিকদার ও রূপসজ্জাকর মোহাম্মদ আলী বাবুল।

এটি ‘অভিনেতা নাটকের তৃতীয় প্রদর্শনী। গত মার্চ মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবসে ‘অভিনেতা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা