হোম > বিনোদন

আজ সন্ধ্যায় মহিলা সমিতিতে ‘লাভ লেটারস’

থিয়েটারে নতুন নাটকে চলতি বছরেই একসঙ্গে মঞ্চে দেখা যায় স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত দুই বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদারকে। আজ শনিবার সন্ধ্যায় আবারও থিয়েটারে দেখা যাবে এ দুই কিংবদন্তিকে। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বিশ্ববিখ্যাত নাট্যকার এ আর গার্নির ‘লাভ লেটারস’ নাটকে অভিনয় করতে দেখা যাবে দুই খ্যাতিমান শিল্পীকে।

আবদুস সেলিমের করা বাংলা রূপান্তরের পাঠ-অভিনয় করবেন থিয়েটারের দুই জ্যেষ্ঠ শিল্পী রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। তাঁদের সহকারীর ভূমিকায় আছেন রবিন বসাক ও নাজমুন নাহার নাজু। এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা। পাঠাভিনয়টি নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, অনুবাদ করেছেন আব্দুস সেলিম। গেল মে মাসে প্রথম মঞ্চায়িত হয় নাটকটি, হয় প্রশংসিত।

দুই বিপরীত স্বভাব ও বৈশিষ্ট্যের মানব-মানবীর অনুরাগ, তাদের জীবনযাত্রা, দেশের সামাজিক পরিস্থিতি ও মুক্তিযুদ্ধের মতো গৌরবময় ইতিহাস পর্বের বয়ানসহ মনোলোকের নানা আবছায়া উঠে এসেছে পাঁচ পর্বে প্রায় এক ঘণ্টার এই অভিনব আঙ্গিকের নাটকে।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ