হোম > বিনোদন > টেলিভিশন

নতুন নাটকে রিচি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রিচি সোলায়মান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত রিচি সোলায়মান। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা আছে এখনো। গল্প ও চরিত্র পছন্দ হলেই ক্যামেরার সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বছর শেষ করেছেন ‘গিরগিটি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিং। নতুন বছরের শুরুতে নাটকের কাজ শুরু করছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকে অভিনয় করবেন রিচি। ৩ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।

পরস্পর নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। রিচি বলেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততা পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছা করে। পরস্পর নাটকের গল্পটা আমার ভালো লেগেছে। যে কারণে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’

এ নিয়ে দ্বিতীয়বার ইমরাউল রাফাতের পরিচালনায় কাজ করছেন রিচি। আট বছর আগে এই পরিচালকের ‘দূরত্ব’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। রিচি বলেন, ‘এই নিয়ে দ্বিতীয়বার রাফাতের নির্দেশনায় কাজ করব। রাফাত দীর্ঘদিন কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন গুণী, তেমনি ভালো মানুষও। আশা করছি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজের অভিজ্ঞতাটাও ভালো হবে।’

রিচি আরও জানান, বেশ কিছু স্ক্রিপ্ট এসেছে তাঁর হাতে। স্ক্রিপ্টগুলো পড়ার পর সিদ্ধান্ত নেবেন নতুন কাজের বিষয়ে। সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রিচি। উত্তরায় শুরু করেছেন বিউটি পারলারের ব্যবসা। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল বানাচ্ছেন করণ জোহর

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান