হোম > বিনোদন > বলিউড

নতুন বছরে ভক্তদের চমক দিয়ে কী সুখবর দিলেন ইলিয়ানা

ইলিয়ানা ডি’ক্রুজ়। ছবি: সংগৃহীত

অভিনয় থেকে নিজেকে বেশ আগেই আড়াল করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সিনেমার পর্দায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল হ্যান্ডেলে সরব তিনি। নতুন বছরের প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ইলিয়ানা। আর এটিই এখন আলোচনার কেন্দ্রে। বছরের শুরুতে প্রিয় তারকার থেকে যেন চমক পেলেন ভক্তরা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ২০২৪ সাল কেমন কেটেছে, এর ঝলক দেখা গেছে। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।

ভিডিওতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেখা যায় প্রথম সন্তান কোয়ার ছবি। এমন নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগনেন্সি টেস্ট কিট’। এটি দেখেই ভক্তদের অনুমান, ফের মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কি না।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’

২০২৩ সালের আগস্টে ইলিয়ানা ও মাইকেল ডোলানের সংসারে আসে প্রথম পুত্রসন্তান কোয়া। ২০২৪ সালের মাঝামাঝি তাঁদের প্রথম সন্তান কোয়ার জন্মদিন ঘিরে একটি বিশেষ উদ্‌যাপনের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। প্রথম সন্তানকে নিয়ে ইলিয়ানা যতটা আবেগপ্রবণ ছিলেন, ততটাই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন তাঁর স্বামী মাইকেলের পরিচয় নিয়ে। তবে পরে নিজেই তাঁর স্বামীর পরিচয় সকলের সামনে আনেন।

অভিনয়ের ক্ষেত্রে ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। শিগগিরই একটি ছোট পর্দার সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’