হোম > বিনোদন > হলিউড

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক

ক্রিস্টেন স্টুয়ার্ট। ছবি: সংগৃহীত

মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে অভিষেক। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে এবার বোধ হয় সে অধ্যায় শেষ হতে চলেছে। সম্প্রতি এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, শিগগির যুক্তরাষ্ট্র ছাড়বেন তিনি। হলিউডে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ইউরোপীয় সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতি বিরক্ত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’

ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ওই সময় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীর বিপক্ষে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। সেই থেকে একাধিকবার অন্তর্জালে ও প্রকাশ্যে পরস্পরের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তাঁরা। সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমার শুটিংও যুক্তরাষ্ট্রে করেননি অভিনেত্রী, করেছেন লাটভিয়াতে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে ইউরোপে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

স্টুয়ার্ট এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও হলিউড ছাড়ার কথা বললেন, যার কিছুদিন আগেই এমন ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন। ‘অ্যাভাটার’ সিনেমার শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে বসবাস শুরু করেছিলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে ক্যামেরন জানিয়েছেন, নিউজিল্যান্ডেই স্থায়ী হয়েছেন তিনি, আর ফিরবেন না যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন দুই জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেস ও রোজি ও’ডোনেল।

দক্ষিণ কোরিয়ার বিটিএস মেক্সিকোতে জনপ্রিয় হয়ে উঠছে, আরও কনসার্ট চেয়ে প্রেসিডেন্টের চিঠি

ক্যারিয়ারের চূড়ায় কেন আকস্মিক অবসরের ঘোষণা অরিজিতের

প্রীতমের সঙ্গে প্রথমবার ওটিটিতে মেহজাবীন

প্লেব্যাক শিল্পীদের জন্য সুযোগ-সুবিধার দাবি ন্যান্‌সির

সাবিনা ইয়াসমীনের গান ও জুয়েল আইচের জাদু দিয়ে যাত্রা শুরু দোয়েল ওটিটির

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং

জয়ার সিনেমার ট্রেলার প্রকাশ

বর্ণবৈষম্যের গল্পে টেলিছবি ‘জলটুঙি’

কায়া ও হেলালকে নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ওমর সানী