হোম > বিনোদন

আজ প্রাচ্যনাটের লালযাত্রা

প্রাচ্যনাট আয়োজিত ‘লালযাত্রা’র দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতিবছর ২৫ মার্চ নাটকের দল প্রাচ্যনাট রাজধানীতে আয়োজন করে লালযাত্রা। গণহত্যায় সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করে তারা। এ বছরও আয়োজন করা হচ্ছে লালযাত্রার। আজ বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে লালযাত্রা। হাতে হাত মিলিয়ে, কণ্ঠে দেশের গান তুলে এ আয়োজনে অংশ নেবেন নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে ফুলার রোডের স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত লাল আর কালো রঙের ছোঁয়ায় হেঁটে যাবেন তাঁরা।

২০১১ সালে রাহুল আনন্দের ভাবনা ও পরিকল্পনায় প্রাচ্যনাট লালযাত্রা শুরু করে। প্রাচ্যনাটের পরিচালক (হেড অব ক্রিয়েটিভ) আজাদ আবুল কালাম জানিয়েছেন, এই পদযাত্রার মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ সংঘটিত গণহত্যায় শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তবে এবার আয়োজনে যুক্ত হয়েছে বাড়তি পালক।

আজাদ আবুল কালাম বলেন, ‘একাত্তরের ২৫ মার্চ দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে লাখো শহীদের রক্তের পথ ধরে স্বাধীন আমরা। সেই কালরাতের শহীদদের স্মরণে প্রতিবছর আমরা লালযাত্রা আয়োজন করি। এর মধ্য দিয়ে আমরা আসলে সকল গণহত্যার বিরুদ্ধেই প্রতিবাদ জানাই। এবারের লালযাত্রায় ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে সাম্প্রতিক জুলাই গণহত্যা এবং প্যালেস্টাইনের গণহত্যার সকল শহীদের শ্রদ্ধা জানানো হবে।’

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা

ছোট বাজেটে বড় সাফল্য দক্ষিণি ইন্ডাস্ট্রিতে