হোম > বিনোদন

নারীদের নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য, জায়েদ খানকে উকিল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে— এই বক্তব্যে আপত্তি জানিয়ে জায়েদ খানকে উকিল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

আজ রোববার ঢাকা জজ আদালতের আইনজীবী মুনিমা মান্নান এ নোটিশ পাঠান। 

বক্তব্যটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া থেকে জায়েদ খান বিরত না থাকলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে নোটিশে জানানো হয়েছে। 

নোটিশে আইনজীবী মুনিমা মান্নান উল্লেখ করেন, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে’।

এই বক্তব্য বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। তাঁর এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

নোটিশে আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীদের প্রতি এমন অবজ্ঞাপূর্ণ বক্তব্য আশা করা যায় না।

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

শাহরুখ ও আমিরের পরেই অক্ষয় খান্না

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা