হোম > বিনোদন > সিনেমা

আদর-বুবলীর ঈদের সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শবনম বুবলী। ছবি: রাকেশ রাকিব

সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। এবার জানা গেল নতুন আরও এক সিনেমার খবর। ঈদে সিনেমা নিয়ে আসছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘পিনিক’ নামের সিনেমাটি বানাচ্ছেন জাহিদ জুয়েল।

গতকাল জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। পোস্টারেও পাওয়া গেল অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।

আদর আজাদ ও শবনম বুবলী জুটির তৃতীয় সিনেমা পিনিক। এর আগে সৈকত নাসিরের ‘তালাশ’ ও সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় দেখা গেছে এ জুটিকে। ২ নভেম্বর থেকে কক্সবাজার ও রামু এলাকায় শুরু হয়েছে শুটিং। ৩০ নভেম্বর পর্যন্ত টানা কাজ করে শুটিং শেষ করতে চান নির্মাতা। সিনেমার প্রধান সহকারী পরিচালকের কাজ করছেন অপূর্ব রানা।

‘পিনিক’ সিনেমার পোস্টারে আদর আজাদ

পিনিক সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনা ও আয়োজকের দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। সিনেমাটি নিয়ে শিমুল খান বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা পিনিক। চমৎকার লোকেশনে শুটিং হচ্ছে। ঈদের সময় মানুষ যে ধরনের সিনেমা দেখতে চায়, ঠিক সে রকম একটি সিনেমা। তাই রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান