হোম > বিনোদন > সিনেমা

অলীকের কথায় হাবিবের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

এস এ হক অলীক ও হাবিব ওয়াহিদ।

‘হৃদয়ের কথা’ সিনেমা তৈরির সময় পরিচয় নির্মাতা এস এ হক অলীক ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের। এই সিনেমায় হাবিবের গাওয়া ‘ভালোবাসব বাসব রে বন্ধু তোমায় যতনে’ গানটি জনপ্রিয়তা পেয়েছিল। এরপর অলীকের প্রায় সব সিনেমাতেই গেয়েছেন হাবিব। শুধু তাই নয়, অলীকের লেখা অনেক গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এই জুটির জনপ্রিয় গানের মধ্যে হলো ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘বলো কেন এমন হয়’, ‘জোছনা কথা বলো না’ ইত্যাদি।

সবশেষ ২০২২ সালে ‘গলুই’ সিনেমায় এস এ হক অলীকের লেখা গান গেয়েছিলেন হাবিব ওয়াহিদ। ‘জমবে মেলা’ শিরোনামের গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন জারিন। সুর ও সংগীত আয়োজনও হাবিবের করা। সরকারি অনুদানের এই সিনেমার পরিচালক এস এ হক অলীক। সিনেমার বাইরে অ্যালবামের জন্য অলীকের লেখা কোনো একক গান হাবিব গেয়েছেন ১৭ বছর আগে। ২০০৮ সালে প্রকাশিত ‘অবশেষে’ অ্যালবামে। সেই গানের প্রায় দেড় যুগ পর সিনেমার বাইরে আবার হাবিবের জন্য গান লিখলেন অলীক। হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘পিরিতি শিখাইলি’ শিরোনামের গানটি।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি পিরিতি শিখাইলি গানের সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব। নতুন গান নিয়ে এস এ হক অলীক বলেন, ‘অনেক বছর পর সিনেমার বাইরে হাবিবের জন্য গান লেখা হলো। শেষ ২০০৮ সালে হাবিবের একটি অ্যালবামে লেখা হয়েছিল। এত বছর পর আবার হাবিবের কণ্ঠে আমার লেখা অডিও গান রিলিজ হচ্ছে। গানের সুর ও সংগীত আয়োজন আমার ভালো লেগেছে।’

গত সেপ্টেম্বরেই এস এ অলীক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, হাবিব ওয়াহিদের জন্য নতুন চারটি গান লিখছেন তিনি। যার মধ্যে একটি দ্বৈত ও বাকি তিনটি হাবিবের একক। পিরিতি শিখাইলি দিয়ে শুরু হচ্ছে গানগুলোর প্রকাশনা কার্যক্রম।

নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করেন হাবিব ওয়াহিদ। সেই ধারাবাহিকতায় নতুন গানটি নিজের চ্যানেল থেকেই প্রকাশ করেছেন তিনি।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা