হোম > বিনোদন

গানে গানে বাংলা বর্ষবরণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাগর দেওয়ান, মিঠুন চক্র, কনা ও শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা ছবি: সংগৃহীত

আজ বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন। বাংলা নববর্ষে সারা দেশ আনন্দ উৎসবে মেতে উঠবে। আয়োজন করা হয়েছে কনসার্ট আর সংগীতানুষ্ঠানের। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ওপেন এয়ার কনসার্ট। বেলা ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। গাইবেন সংগীতশিল্পী জাহিদ নিরব, সাগর দেওয়ান, ইসলাম উদ্দিন পালাকার, পারশা মাহজাবীন, আতিয়া আনিসা, পিংকি, আহমেদ সানি, মিঠুন চক্র, রাকিব ও উস্তাদ আরোজ আলী। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কনসার্ট। এরপর প্রদর্শিত হবে জমকালো ড্রোন শো। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

ঢাকার উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ক্যাচ বাংলাদেশ আয়োজন করেছে বৈশাখী মেলা ও নগর উৎসব। গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে তিন দিনব্যাপী আয়োজনে আজ বাংলা নববর্ষের প্রথম দিনে গাইবে ব্যান্ড শিরোনামহীন। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই কনসার্টে আরও গাইবে ব্যান্ড ঘাস ফড়িং কয়ার ও প্লাজমিক নক। কনসার্টের আগে সকাল ১০টায় আয়োজন করা হয়েছে বাউলগানের অনুষ্ঠান। উৎসবের শেষ দিন আগামীকাল রাত ৮টায় শুরু হওয়া কনসার্ট পর্বে গাইবে ব্যান্ড এফ মাইনর, সিউডোস অন আ রং রুট ও দ্য রোভার।

বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর বুয়েট ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের উদ্যোগে আর্কিটেকচার ফ্যাকাল্টিতে ‘ভিটে বাড়ির বৈশাখ ১৪৩২’ শীর্ষক আয়োজনের সংগীত পর্বে পারফর্ম করবে ব্যান্ড আভাস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেলা ৩টা থেকে আয়োজিত কনসার্টে গাইবে ব্যান্ড অ্যাশেজ, চান্দের গাড়ি ও মেটাল এরর।

বনানীর যাত্রাবিরতিতে সন্ধ্যায় গাইবেন সংগীতশিল্পী রেজাউল করিম লিমন।

সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে ভোর ৬টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে রয়েছে হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪৩২। সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীরা এবং বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা।

এনটিভির রাজধানীর তেজগাঁও স্টুডিওতে অনুষ্ঠিত হবে বৈশাখী উৎসব। এতে দিনব্যাপী আয়োজন সাজানো হয়েছে তিন ভাগে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত থাকবে পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডি এল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্তের গান ও কবিতাপাঠ। ‘আলোকধারায় এসো’ শিরোনামে এই অংশে গাইবেন অনিরুদ্ধ সেনগুপ্ত, চম্পা বণিক, মামুন জাহিদ খান, শিমু দে, মাহিদুল ইসলাম ও পলি পারভিন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আধুনিক বাংলা গান ও লোকগান নিয়ে সাজানো ‘বাংলা প্রাণের সুর’ শিরোনামের আয়োজনে অংশ নেবেন ঝিলিক, লুইপা, নিশি শ্রাবণী, রিমি, রাজিব, মুহিন প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ‘রুদ্র হাওয়া’ শিরোনামের আয়োজনে পারফর্ম করবে ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং মিলা অ্যান্ড ফ্রেন্ডস।

মাদানী অ্যাভিনিউতে (ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পাশে) নববর্ষের উৎসবে সন্ধ্যায় গাইবেন অনিমেষ রায় ও মিঠুন চক্র।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এনএসইউ গ্যালারি ও প্লাজায় বিকেল ৪টায় গাইবেন সংগীতশিল্পী এলিটা করিম।

রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন কাঞ্চন ব্রিজের কাছে এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মনির খান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গাইবেন কনা, ঢাকা ক্লাবে দিঠি আনোয়ার।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ