হোম > বিনোদন

প্রিয় বাবাকে হারালেন রাসেল ক্রো

বাবা হারালেন হলিউড তারকা রাসেল ক্রো। আজ (৩০ মার্চ) তার বাবা জন আলেকজান্ডার ক্রো নিউ সাউথ ওয়েলসে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এই মর্মান্তিক সংবাদটি নিজের টুইটারে হ্যান্ডলে জানিয়েছেন রাসেল। তিনি লিখেছেন, ‘আমার হ্যান্ডসাম বাবা আমাকে ছেড়ে চলে গেলেন।’

গত এপ্রিল থেকে বাবা ও ছেলে অস্ট্রেলিয়ায় নিজস্ব বাগানবাড়িতে ছিলেন। অভিনয়ের ব্যস্ততায় বাবা-মা-সন্তানদের ঠিকমতো সময় দেওয়া হয়ে ওঠে না। এজন্য গত ছয় বছরে হাতেগোনা কয়েকটি কাজ করেছেন। শর্ত দিয়ে কাজ করেছেন, বেছে বেছে সেসব ছবিতে কাজ করবেন, যেগুলোর শুটিং বেশি দূরে হবে না।

এক সাক্ষাৎকারে রাসেল বলেছিলেন, উড়োজাহাজে চড়ে বসলেই মনে হয়, ভীষণ প্রয়োজনের সময় চাইলেই পাঁচ মিনিটের মধ্যে সন্তান- বাবা মায়ের কাছে যেতে পারব না। এই মানসিক দুশ্চিন্তা আমাকে পাগল করে দেয়।

তাইকা ওয়াতিতির ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোকে। তবে চরিত্রটি খুবই ছোট হবে বলে জানিয়েছে হলিউড রিপোর্টারস।
অবশ্য এ বিষয়ে মার্ভেলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ছবির মূল চরিত্র ‘থর’ হিসেবে এবারও থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। ফিরবে ‘আসগার্দে’ চরিত্রটিও। জাইমি অ্যালেক্সান্দার অভিনয় করবেন ‘সিফ’ চরিত্রে। ‘জেন ফস্টার’-এর ভূমিকায় থাকছেন নাটালি পোর্টম্যান।

‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ২০২২ সালের ৬ মে মুক্তি পাওয়ার কথা।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’