হোম > বিনোদন > সিনেমা

থাকছেন না ফারিণ, দেবের নায়িকা হবেন জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক

তাসনিয়া ফারিণ, দেব ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তির পর পশ্চিমবঙ্গের ‘প্রজাপতি’ সিনেমাটি দর্শকের ব্যাপক প্রশংসা কুড়ায়। গত বছর চূড়ান্ত হয় ‘প্রজাপতি ২’ সিনেমার পরিকল্পনা। নতুন সিনেমায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছিল বাংলাদেশের তাসনিয়া ফারিণের নাম। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শুটিং শুরু করা যায়নি। অবশেষে প্রজাপতি-২ সিনেমার শুটিং শুরুর খবর জানা গেল। এ বছরের জুলাই মাসে শুরু হবে শুটিং। তবে বদলে গেল সিনেমার নায়িকা। তাসনিয়া ফারিণের পরিবর্তে দেবের বিপরীতে যোগ হয়েছে ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় ভিসা জটিলতার কারণেই তাসনিয়া ফারিনের জন্য সিনেমার শুটিংয়ে সময় দেওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে। আর সে কারণেই তাঁর পরিবর্তে নতুন নায়িকা নিয়ে নতুন করে সাজানো হয়েছে প্রজাপতি-২-এর পরিকল্পনা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার একটি বৈঠকে বসেছিলেন সিনেমার প্রযোজক, পরিবেশক, পরিচালক ও অভিনেতারা। পরিবেশক ও প্রযোজক অতনু রায়চৌধুরী, প্রযোজক ও অভিনেতা দেব এবং পরিচালক অভিজিৎ সেন আলোচনা করে ঠিক করেছেন, প্রথমে কলকাতায় শুটিং শুরু করবেন তাঁরা। নায়িকা থাকবেন জ্যোতির্ময়ী কুণ্ডু। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন।

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা