হোম > বিনোদন

তেলেগু সিনেমার গানে ‘অশ্লীল’ নাচে উর্বশী রাউটেলা

উর্বশী রাউটেলা। ছবি: সংগৃহীত

তেলেগু সিনেমার গানের ভিডিওকে ঘিরে দর্শকদের ঠোঁটের আগায় বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। ৬৪ বছরের নায়কের সঙ্গে উদ্দাম নাচ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন ৩০ বছরের নায়িকা? এমন প্রশ্ন তুলে নেটিজেনরা বিদ্রূপ করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বলিউডের সিনেমায় এখন খুব একটা উর্বশীকে দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে এবারে ‘ডাকু মহারাজ’ সিনেমার গানে তেলেগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নাচের ভিডিও নিয়ে এসব মন্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘এ কী দেখা যাচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তা-ও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? এমন জিনিয়াস কোরিওগ্রাফি নিয়ে যিনি আসুন না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত জঘন্য।’

উর্বশী নিজে এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সে নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের যাত্রা শুরু করেন উর্বশী। তাঁর পরবর্তী ক্যারিয়ারে সফল সিনেমা খুব একটা নেই। তবে তেলেগু সিনেমা ডাকু মহারাজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছবির মাধ্যমেই তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ জানুয়ারি সিনেমা হলে ডাকু মহারাজের মুক্তি পাওয়ার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নিয়ে করা মন্তব্য। ছবি: সংগৃহীত

Ninna #Peelings... Ippudu #DabidiDibidi...

Enti Shekar sir ee Choreography 😵‍💫😵‍💫😵‍💫#DaakuMaharaaj pic.twitter.com/pUMVuT179C

— NEWS3PEOPLE (@news3people) January 2, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

রুবাইয়াত হোসেনের সিনেমায় বাঁধন, শিমু ও সুনেরাহ

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ খান

সৌদিতে সিনেমার উৎসবে ঐশ্বরিয়া

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স