হোম > বিনোদন

প্রথম সিনেমা শেষ না হতেই সালমানের সঙ্গে নতুন সিনেমায় রাশমিকা

বিনোদন ডেস্ক

রাশমিকা মান্দানা ছবি: ইনস্টাগ্রাম

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। দক্ষিণি এই অভিনেত্রী এখন শুটিং করছেন ‘সিকান্দার’ সিনেমার। এতে প্রথমবার সালমান খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন রাশমিকা। সিকান্দারের শুটিং শেষ না হতেই এই জুটির নতুন সিনেমার খবর পাওয়া গেল। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, অ্যাটলির পরবর্তী সিনেমায় সালমানের সঙ্গে থাকবেন রাশমিকা।

ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, সিকান্দারের সেটে সালমান ও রাশমিকার দারুণ রসায়ন তৈরি হয়েছে। শুটিং শুরুর পর থেকেই সালমানের প্রশংসায় মেতেছেন রাশমিকা। জানিয়েছেন, সেটে সালমান খান তাঁর খেয়াল রাখেন। বলিউড ভাইজানকে মাটির মানুষ বলে উল্লেখ করেছেন নায়িকা। রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম পানি দেওয়া হয়।’

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

সালমান ও রাশমিকার এই রসায়ন নাকি কাজে লাগাতে চান অ্যাটলি। এ ছাড়া পুষ্পা টু সিনেমায় রাশমিকার অভিনয় সালমান ও অ্যাটলিকে মুগ্ধ করেছে। তাই নির্মাতা সালমানের বিপরীতে রাশমিকাকেই বেছে নিয়েছেন। ইতিমধ্যে রাশমিকার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে দাবি করছে সংবাদমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অ্যাটলি।

নাম চূড়ান্ত না হওয়া অ্যাটলির এ সিনেমায় আরও আছেন রজনীকান্ত ও কমল হাসানের মতো বর্ষীয়ান তারকারা। চলতি বছরেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

এদিকে সিকান্দারের শুটিংয়ের সময় জিম করতে গিয়ে পায়ে ব্যথা পান রাশমিকা। সেই ব্যথা পা নিয়েই ছুটে বেড়াচ্ছেন মুক্তিপ্রতীক্ষিত ‘ছাভা’ সিনেমার প্রমোশনে। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছাভা তৈরি হয়েছে মারাঠি সাম্রাজ্যের গল্প নিয়ে। এতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। রাশমিকা করেছেন রানি যশুবাইয়ের চরিত্র। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি ছাভার প্রচারে গিয়ে রাশমিকা জানিয়েছেন প্রেমে পড়ার কথা। তবে কার সঙ্গে প্রেম করছেন, তা জানাননি।

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন