হোম > বিনোদন

মা হতে চলেছেন আলিয়া ভাট

সুখবর দিলেন হালের সবচেয়ে আলোচিত বলিউড জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মা হতে চলেছেন বলে জানান আলিয়া। 

এরই মধ্যে আলিয়া-রণবীর নবদম্পতির ঘরে নতুন অতিথি আসার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত ১৪ এপ্রিল তাঁদের গাঁটছড়া বাঁধা নিয়েও বিরাট উন্মাদনা ছিল অনুরাগীদের মধ্যে। এবার আলিয়ার দেওয়া সুখবরে সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিল। 
 
সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের চেম্বারে পরীক্ষা করাচ্ছেন তিনি। আর ছবিতে স্পষ্ট ইঙ্গিত সন্তানসম্ভবা আলিয়া। 

ছবির ক্যাপশনে আলিয়া লিখেও দিয়েছেন, ‘আওয়ার বেবি.... . কামিং সুন’। ছবিতে স্পষ্ট বোঝা না গেলেও, পাশে রণবীর বসে রয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। এর সঙ্গে শাবকসহ সিংহ ও সিংহির একটি ছবিও দিয়েছেন আলিয়া। 

গত ১৪ এপ্রিল কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হয় দুজনের। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে রূপকথার মতো ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়। 

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

‘জুটোপিয়া ২’ এখন হলিউডের সেরা অ্যানিমেশন সিনেমা

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী