হোম > বিনোদন

বঙ্গবন্ধু স্মরণে মাসব্যাপী আয়োজন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস।  শোকের মাস আগস্টজুড়ে জাতির জনকের স্মৃতির প্রতি শদ্ধা জানিয়ে মাসব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

এ ছাড়া ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট এবং বেলা দেড়টায় প্রচারিত হবে ‘কাঁদো বাঙালি কাঁদো’ ও ‘হিরণ্ময় বঙ্গবন্ধু’। ১৩ থেকে ১৫ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে গান আর কবিতা নিয়ে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। ১ থেকে ৩১ আগস্ট প্রতিদিন বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’ এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ও রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ থেকে পাঠ।

১১ থেকে ১৫ আগস্ট রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ‘১৯৭৫-এর ১৫ আগস্ট, কেন এই নৃশংসতা’। প্রতি সোমবার ১০টার সংবাদের পর প্রচারিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ‘লোকসংগীত’-এর অনুষ্ঠান।

জাতীয় শোক দিবস স্মরণে ১৫ আগস্ট রয়েছে দুটি সংগীতানুষ্ঠান, দুটি স্বরচিত কবিতা পাঠের ও প্রামাণ্য অনুষ্ঠান, আবৃত্তির দুটি অনুষ্ঠান। থাকছে ইকবাল খোরশেদের রচনা ও ঈমাম হোসাইনের প্রযোজনায় শোক দিবসের বিশেষ নাটক ‘দশটি কফিন ও ইফরানের গল্প’।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ‘পাওমুম পার্বণ’

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার