হোম > বিনোদন

ফিরলেন দীঘি

জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (৯ এপ্রিল) বেলা ২টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন দীঘি। ভারতের মুম্বাইয়ে এ সিনেমার শুটিং চলছে। তাতে অংশ নিতে গত ২৫ মার্চ ভারত যান তিনি। কিন্তু এর মধ‌্যে জারি করা হয় লকডাউন। তৈরি হয় টিকিট জটিলতা।

অভিনেত্রী বলেন, ‘কোনো কাজ ছিল না। হোটেলে লকডাউন হয়ে ছিলাম। অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। খুব ভালো লাগছে, স্বস্তি অনুভব করছি!’

তবে মুম্বাইয়ে রেখে আসা শুটিং টিমের জন‌্য মন খারাপ দীঘির। তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘মুম্বাই থেকে চলে আসার সময় খারাপ লাগছিল। কারণ এতদিন একটি টিমের সঙ্গে কাজ করেছি। তাদের মায়ায় পড়ে গিয়েছিলাম। সবাইকে অনেক মিস করছি।’

বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দীঘি।

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা