বাংলাদেশের চলচ্চিত্র সংরক্ষণের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে আজ রোববার দায়িত্ব নিয়েছেন মো. জসীম উদ্দিন। তিনি বিসিএস তথ্য ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা তিনি।
জসীম উদ্দিন ১৯৬৫ সালের ১ জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগে অনার্স ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য সাধারণ) ক্যাডারের ১৩তম ব্যাচের তথ্য অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
বিভিন্ন সময় বিভিন্ন জেলায় তথ্য অফিসারের দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সচিব ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক বাস্তবায়িত ‘চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার মানোন্নয়ন (ডিজিটাল)’ প্রকল্পের উপপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মহাপরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন।
মো. নিজামূল কবীর গত ১৯ মার্চ ২০২০ হতে ১৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।