হোম > বিনোদন

‘রানি রাসমণি’ দিতিপ্রিয়ার নায়ক ঋত্বিক

ওয়েবে নাম লেখালেন ঋত্বিক চক্রবর্তী। ওয়েব ফিল্মে কিংবা সিরিজে কলকাতার বড় বড় অভিনেতাদের দেখা মিললেও ঋত্বিক এতদিনে সে পথে হাঁটেননি। এবারে একটি নয়, একেবারে দু’দুটি ওয়েব সিরিজে নাম লেখালেন ‘শব্দ’ এর নায়ক। ইতিমধ্যেই সাহানা দত্ত প্রযোজিত ‘গোরা’র শুটিং শুরু করেছেন। অক্টোবরে রোহান ঘোষের পরিচালনায় আরও একটি ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। জানা গেছে, রোহানের সেই ওয়েব সিরিজের নাম ‘মুক্তি’।

যেখানে তাঁর সমসাময়িক অন্যান্য নায়করা ইতিমধ্যেই ওয়েবে মুখ দেখিয়ে ফেলেছেন সেখানে কেন এতদিন পর ওয়েবে পা রাখলেন হৃত্বিক? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘এতদিন মনের মতো চরিত্র পাচ্ছিলাম না, তাই করিনি। এমনিতে ওয়েবে অভিনয়ের প্রস্তাব প্রচুর পেয়েছি। দুটো গল্পই পছন্দ হয়েছে তাই করছি’। ঋত্বিকের কথাতেই আরও জানা গেল ‘গোরা’ ছবিতে তাঁকে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। তবে গোয়েন্দা বলতে যেরকম ছবি আমাদের মনে ভেসে ওঠে তাঁর থেকে একেবারেই আলাদা হতে চলেছে ঋত্বিকের সেই চরিত্র।

আবার ভারতের স্বাধীনতা পূর্ব সময়ের গল্প নিয়ে রোহানের ওয়েব সিরিজ। ঋত্বিক জানালেন, তিনি নিজেও ভীষণ উত্তেজিত ওই ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পেয়ে। ব্রিটিশ জেলারের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন। তিনি বলে, এ ধরনের ওয়েব সিরিজ কলকাতায় আগে হয়নি।

এই ঐতিহাসিক ওয়েব সিরিজে ‘রানি রাসমণি’ সিরিয়ালখ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় রয়েছেন। ঋত্বিকের বিপরীতেই থাকছেন দিতিপ্রিয়া। অসমবয়সি জুটি হলেও মিষ্টি একটা প্রেমের গল্পও রয়েছে এই ওয়েব সিরিজে। ঋত্বিক-দিতিপ্রিয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী।

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

বলিউডের হতাশার বছরে আলো দেখালেন রণবীর

বলিউডের আলোচিত ঘটনা