প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
বীরাঙ্গনা (বাংলা ওয়েব সিরিজ)
- অভিনয়: সন্দীপ্তা সেন, নিরঞ্জন মন্ডল
- মুক্তি: হইচই (২৫ জুলাই)
- গল্পসংক্ষেপ: একের পর এক সদ্য বিবাহিতাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। কে খুন করছে তাদের? রহস্যের সমাধানে হিমশিম খাচ্ছে পুলিশ। তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা চিত্রা বসুর কাঁধে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ কর্মকর্তা। অন্যদিকে চিরায়ু তালুকদার একজন মৃদুভাষী ফুলবিক্রেতা। তার অতীত বিষণ্নতা এবং রহস্যে ঘেরা। চিত্রার সন্দেহের দৃষ্টি পড়ে চিরায়ু তালুকদারের ওপর।
মান্দানা মার্ডারস (হিন্দি সিরিজ)
- অভিনয়: বাণী কাপুর, বৈভব রাজ গুপ্ত, রঘুবীর যাদভ
- মুক্তি: নেটফ্লিক্স (২৫ জুলাই)
- গল্পসংক্ষেপ: চরণদাসপুরে খুন হচ্ছে একের পর এক। নিহতের দেহে দেখা যাচ্ছে অদ্ভুত এক চিহ্ন। গোয়েন্দা রিয়া থমাস ও বিক্রম সিং মাঠে নামে রহস্য উদ্ঘাটনে। রহস্যময় প্রতীক আর খুনের উদ্দেশ্য খুঁজে বের করতে গিয়ে তারা মুখোমুখি হয় শতাব্দী পুরোনো এক সম্প্রদায়ের। নিজস্ব বিশ্বাস আর উন্মাদনার সঙ্গে যুক্ত রীতিনীতির সূত্র ধরেই কি এসব হত্যাকাণ্ড? আরও এক অদ্ভুত বিশ্বাস এই সম্প্রদায়ের মানুষের। নিজের হাতের আঙুল বিসর্জন দিলেই পূরণ হবে মনস্কামনা। রিয়া আর থমাস যখন রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে, তখনই তাদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে রুখে দাঁড়ায় সেই মানুষেরা।