হোম > বিনোদন

মিতিন পেয়েছেন সেরা নৃত্যশিল্পীর পুরস্কার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নৃত্যশিল্পী উম্মে তাবাসসুম খান মিতিন। ছবি: সংগৃহীত

গত ৩১ মে বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে হয়ে গেল বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। নিজ নিজ ক্ষেত্র অবদানের জন্য মিডিয়ার গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। এ বছর সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন উম্মে তাবাসসুম খান মিতিন।

নৃত্যের জন্য এটাই মিতিনের প্রথম পুরস্কার নয়। এর আগে ভারতের বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তিনিকেতন মঞ্চে এবং আসামের গুয়াহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন তিনি। দেশের মাটিতেও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিসিআরএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন মিতিন।

পুরস্কার নিচ্ছেন নৃত্যশিল্পী উম্মে তাবাসসুম খান মিতিন। ছবি: সংগৃহীত

উম্মে তাবাসসুম খান মিতিন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপ পেয়ে ভারতে চলে যান। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে লেডি ব্রেবোর্ন কলেজে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশ টেলিভিশনে কর্মরত।

উল্লেখ্য, মায়ের উৎসাহে তিন বছর বয়সে উম্মে তাবাসসুম মিতিন খানের নাচের হাতেখড়ি নৃত্যগুরু আমিরুল ইসলাম মনির কাছে। এরপর নাচ শিখেছেন বাংলাদেশ শিশু একাডেমিতে। এ ছাড়া ভারতেও কয়েকজন নৃত্যগুরুর কাছে নাচের তালিম নিয়েছেন মিতিন।

মিতিন এখন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী। বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে পারফর্ম করার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিয়ে থাকেন।

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

হাদির জন্য গান

নতুন গেম শো দিয়ে টিভিতে ফিরছেন অক্ষয়

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

নতুন লুকে চমকে দিলেন কিয়ারা আদভানি

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক