হোম > বিনোদন > সিনেমা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য লিখে পাওয়া যাবে লাখ টাকা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ব্যানার। ছবি: সংগৃহীত

আগামী বছর ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি। উৎসব চলাকালে ১১ থেকে ১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। এই ল্যাবে চিত্রনাট্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, জমা পড়া চিত্রনাট্যগুলো থেকে নির্বাচন করা হবে ১০টি চিত্রনাট্য। এরপর উৎসবে ওই চিত্রনাট্যগুলোকে আরও উন্নত করার জন্য বিশেষজ্ঞ পরামর্শ পাবেন সংশ্লিষ্টরা। চূড়ান্ত দিনে অংশগ্রহণকারীরা তাঁদের প্রকল্পগুলো উপস্থাপন করবেন এবং একটি জুরি প্যানেল সেরা তিন চিত্রনাট্যকে পুরস্কৃত করবেন। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ২ লাখ টাকা। আগামী ১ এপ্রিল থেকে চিত্রনাট্য জমা নেওয়া শুরু হবে এবং জমা দেওয়ার লিংকটি তখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে পাওয়া যাবে।

চিত্রনাট্য জমা দেওয়ার সময় অবশ্যই বিষয়ের লগলাইন, সারসংক্ষেপ, পরিচালকের বক্তব্য, ট্রিটমেন্ট এবং পরিচালকের প্রোফাইল যুক্ত করতে হবে। ল্যাব শুরুর আগের তিন মাসের ভেতর অংশগ্রহণকারীদের চিত্রনাট্যটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’