হোম > বিনোদন > সিনেমা

১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘৮৪০’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

৮৪০ সিনেমায় নাসির উদ্দিন খান। ছবি: সংগৃহীত

৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। এবার জানা গেল সিনেমা মুক্তির তারিখ। ১৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সেই সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে গতকাল সন্ধ্যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে তিশা জানিয়েছেন, ‘৮৪০’ ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার রিলিজের পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবার মনেই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০। দর্শকদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।

‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর পোস্টার

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী।

সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনায় তাহসিন মাহিম।

৮৪০ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স‍্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ৮৪০ নিয়ে। ৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স‍্যাটায়ার হলেও এটি প্রথমটির সিকুয়েল নয়।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৮৪০-এর প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় নভেম্বর ২০২৩-এ এবং শেষ হয় আমি অসুস্থ হওয়ার আগে। এরপর সুস্থ হয়ে এডিট শুরু করি। তারপর নানা রকম এক্সপেরিমেন্টের পর কাজটা শেষ হয় সেপ্টেম্বরে।’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

অলীকের কথায় হাবিবের গান

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’