হোম > বিনোদন > টেলিভিশন

বিটিভিতে আসছে ‘চেনামুখ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘চেনামুখ’ অনুষ্ঠানে আসাদ কাজল ও জাদুশিল্পী জুয়েল আইচ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য তৈরি হচ্ছে নতুন অনুষ্ঠান ‘চেনামুখ’। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকছেন আসাদ কাজল। প্রথিতযশা খ্যাতিমান ব্যক্তিদের নিয়ে আলাপচারিতা আর স্মৃতিচারণামূলক অনুষ্ঠান চেনামুখ। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। অতিথি থাকবেন একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব। বলবেন তাঁর সাফল্যের কথা, জীবনের কথা। এরই মধ্যে অনুষ্ঠানটির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের অতিথি ছিলেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। শিগগির অনুষ্ঠানের প্রচার শুরু হবে বলে জানিয়েছেন উপস্থাপক আসাদ কাজল।

অনুষ্ঠানটি প্রসঙ্গে আসাদ কাজল বলেন, ‘পাঁচ বছর ধরে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজে কবিবাড়ি নামের একটি অনুষ্ঠান প্রতিবছর ভাষার মাসজুড়ে গ্রন্থনা ও উপস্থাপনা করছি। ওই অনুষ্ঠানেও সুধীজনেরা উপস্থিত থাকেন। এবার বিটিভির দর্শকদের জন্য সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠান করার পরিকল্পনা সাজিয়েছি। অনেক দিনের পরিকল্পনা, মেধা ও পরিশ্রম দিয়ে দাঁড় করিয়েছি চেনামুখ। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল অনুষ্ঠান হবে এটি। আমার বিশ্বাস, দর্শকদের ভালো লাগবে।’

চেনামুখ অনুষ্ঠানের অন্য পর্বগুলোয় অতিথি হিসেবে থাকার কথা রয়েছে উপদেষ্টা ফরিদা আখতার, ড. শারমিন মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, কবি হাসান হাফিজ, অভিনেতা আফজাল হোসেন, সাংবাদিক শফিক রেহমান, কণ্ঠশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন প্রমুখ।

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’