হোম > বিনোদন

কার্টুন নেটওয়ার্কের নিজস্ব স্টুডিও বন্ধ, মন খারাপ নেটিজেনদের

প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের সঙ্গে একীভূত হতে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘কার্টুন নেটওয়ার্ক’। এই চুক্তির কারণে ৩০ বছর ধরে চলতে থাকা কার্টুন নেটওয়ার্কের নিজস্ব স্টুডিও বন্ধ হয়ে গেছে। এ খবরে মন খারাপ হয়েছে সারা বিশ্বের কার্টুনপ্রেমীদের। তাদের মন খারাপ করা পোস্টগুলো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গত শতকের ৯০ এর দশকে জন্ম নেওয়া প্রায় প্রত্যেকেই শৈশবে কার্টুন নেটওয়ার্কে টম অ্যান্ড জেরি, দ্য পাওয়ারপাফ গার্লস, স্কুবি-ডু, ডেক্সটার্স ল্যাবরেটরি, জনি ব্রাভোর মতো কার্টুন দেখে বড় হয়েছেন। সেই নস্টালজিয়ার জায়গা থেকেই নেটিজেনরা মন খারাপ করা পোস্ট দিচ্ছেন।

এ ব্যাপারে একজন টুইটার ব্যবহারকারী তাঁর পোস্টে বলেছেন, ‘অবশেষে আমাদের শৈশব জীবনের সমাপ্তি ঘটল। আমি জানি না কেন, তবে এই সংবাদে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। শৈশবের দিনগুলোতে মুখে হাসি ফোটানোর জন্য কার্টুন নেটওয়ার্ককে অশেষ ধন্যবাদ।’

অন্য এক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘কার্টুনের জন্য সবার সেরা এই কার্টুন নেটওয়ার্ক। আমাদের শৈশবে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’

বিনোদন সংবাদের ওয়েবসাইট কলাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ওয়ার্নার ব্রাদার্সের চেয়ারম্যান চ্যানিং ডানজির কাছ থেকে পাওয়া এক স্মারকলিপিতে ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন এবং কার্টুন নেটওয়ার্কের সংযুক্তিকরণ চুক্তির তথ্য জানা গেছে।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’