হোম > বিনোদন > সিনেমা

লিয়াজোঁ করেন না বলেই কাজ কম নাবিলার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নাবিলা। ছবি: সংগৃহীত

২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মাসুমা রহমান নাবিলার। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করলেও এরপর যেন সিনেমা থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। মাঝে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় কাজ করলেও ছিলেন আলোচনার বাইরে। অবশেষে চলতি বছর রায়হান রাফীর ‘তুফান’-এ চমকে দিয়েছেন নাবিলা। শাকিব খানের সঙ্গে তাঁর খুনসুটি, ঝগড়া, অভিমান-অনুযোগ, প্রেমের দৃশ্যগুলো উপভোগ করেছেন দর্শকেরা। স্বল্প উপস্থিতি হলেও পর্দায় নিজেকে ঠিকই প্রমাণ করেছেন নাবিলা।

তুফান মুক্তির পর সেই একই চিত্র নাবিলার ক্যারিয়ারে। ছয় মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনো নতুন কোনো সিনেমার সংবাদ জানাতে পারেননি তিনি। ইচ্ছা করেই সিনেমায় নাম লেখাচ্ছেন না? নাকি কাজের প্রস্তাব আসছে না নাবিলার কাছে? সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাবিলা জানালেন সেই কথা। বললেন, শোবিজের মানুষদের সঙ্গে লিয়াজোঁ মেইনটেইন করেন না বলেই তাঁর কাজের সংখ্যা তুলনায় কম।

নাবিলা বলেন, ‘কয়েক দিন আগে একজন পরিচালকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাকে বললেন, “তোমার কথা মাথায় আসে না, কারণ তোমাকে খুব বেশি দেখা যায় না।” আমি হয়তো শুধু কাজ করছি আর বাসায় চলে যাচ্ছি। এর বাইরে তেমন করে আমার সার্কেল মেইনটেইন হয় না, আড্ডা হয় না। এ জন্য নাকি আমার কথা মাথায় আসে না। এমনটা হতেও পারে। আমি হয়তো সেই লিয়াজোঁটা মেইনটেইন করি না। আমার কাছে আসলেই কাজের অফার কম আসে।’

নাবিলা। ছবি: সংগৃহীত

কাজের মাধ্যমে নিজের পথটা নিজেই সৃষ্টি করতে চান নাবিলা। ভবিষ্যতে এমন কাজ করতে চান, যা দিয়ে দর্শকদের চমকে দিতে পারবেন। নাবিলা বলেন, ‘আমি বিশ্বাস করি, নিজেকেই নিজের সৃষ্টি করতে হয়। এমন কিছু করা যাবে না, যেটা ভালো বা বড় কিছু আসার ক্ষেত্রে অন্তরায় হয়। মাঝে মাঝে দেখা যায় আমরা অনেক কাজ করে ফেলি। নানা রকম কাজ করে নিজেকে সহজলভ্য করে ফেলি। তাই যারা ভিন্নতা নিয়ে কাজ করতে চান, তাঁদের কাছ থেকে কাজের প্রস্তাব আসে না। তুফানের ক্ষেত্রেও অনেকটা সে রকম ছিল। নির্মাতা আমাকে বলেছিলেন তিনি এমন কাউকে কাস্ট করতে চান, যার উপস্থিতিই একটা চমক হবে। আমাকে নিয়ে নির্মাতাদের এই ভাবনাটা থাকে বলেই আমি আস্তে-ধীরে কাজ করি। আমিও চাই, আমাকে নিয়ে এভাবেই ভাবা হোক। যে কাজের সঙ্গে আমি চমক হিসেবে যুক্ত হতে পারি।’

নতুন সিনেমায় যুক্ত না হলেও তুফান মুক্তির আগেই নাবিলা শেষ করেছেন মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’-এর কাজ। আগামী বছর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ‘পাওমুম পার্বণ’

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার