হোম > বিনোদন

শাফিন আহমেদের মরদেহ আসছে কাল, দাফন মঙ্গলবার

গত ২৫ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা। এবার দেশে আনার প্রক্রিয়া চলছে শাফিন আহমেদের মরদেহ। জানা গেল দেশে তাঁর জানাজা, দাফন বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত।

শাফিন আহমদের পারিবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে শিল্পীর মরদেহ। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন, যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলসংগীতের শিল্পী ফিরোজা বেগম।

পারিবারিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

তবে শাফিনের মরদেহ সর্বসাধারণের শেষবার শ্রদ্ধা জানাতে কোথাও রাখা হবে কি না, এ বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি পরিবার।

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে পারফর্ম করতে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। স্থগিত করে দেওয়া হয় কনসার্ট। শারীরিক অবস্থার খারাপ হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক