হোম > বিনোদন

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকার আয়োজন সাজানো হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে। অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ ছাড়া চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ব্যান্ড ডিফারেন্ট টাচ এবং সংগীতশিল্পী সায়ান।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবে ব্যান্ড ম্যাট্রিক্যাল ও সংগীতশিল্পী আসিফ আকবর।

কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী পারভেজ ও মিলা।

বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে স্থানীয় ব্যান্ড ও সংগীতশিল্পী নোলক বাবু।

রাঙামাটি জেলার রাঙামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জিকু মারমা ও তাঁর দল। আরও গাইবেন রাফি তালুকদার এবং সংগীতশিল্পী বিউটি ও তাঁর দল।

খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড অরণ্য, শান্তি দেবনাথ ও তাঁর দল, সংগীতশিল্পী রূপসা ও রাজিব।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

মঞ্চায়িত হলো ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’