হোম > বিনোদন

২ বছর পর জানা গেল মম–শিহাব একসঙ্গে নেই

অনেক দিন ধরেই অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের আলাদা থাকার খবর শোনা যাচ্ছিল। তবে এই বিষয়ে এখন মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সাংবাদিকদের মম জানানলেন, তাঁরা আর একসঙ্গে থাকছেন না।

আজকের পত্রিকাকে মম বলেন, ‘আমি আর শিহাব শাহীন আরও দুই বছর আগেই আলাদা হয়ে গেছি। এটা আমাদের কাছের অনেকে জানলেও সবাই জানতেন না। তাই এই বিষয়ে কাছের অনেক মানুষের বিভিন্ন প্রশ্ন আমার কাছে অস্বস্তির ছিল। তাই এবার সবাইকে আমাদের ডিভোর্সের ব্যাপারটা জানালাম। আমরা গত দুই বছর ধরেই একসঙ্গে থাকছিনা।’ 

২০১৫ সাল থেকেই মম ও ও শিহাব শাহীনের প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে কেউ মুখ না খুললেও, ২০১৯ সালের ২০ নভেম্বর হঠাৎ করেই নিজেদের ফেসবুকে তাঁদের বিয়ের খবর জানান। এই দিনটিকে নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে উদ্‌যাপন করেন তাঁরা। এই বিষয়ে তখন পরিচালক শিহাব শাহীন জানিয়েছিলেন, প্রেমের সম্পর্ক শেষে ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন তাঁরা। 

জানা যায় তাঁদের ডিভোর্স হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বরে।

জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার হয়ে শোবিজে পথচলা শুরু করেন। ২০০৭ সালে তৌকির আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিহাব শাহীনের পরিচালনায় ২০১৫ সালে ব্যবসাসফল ছবি ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেন। অন্যদিকে শিহাব শাহীন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন পরিচালক। সর্বশেষ তাঁর নির্মিত ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ অনেক প্রশংসা কুড়াচ্ছে।

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি