হোম > বিনোদন > সিনেমা

রোজার ঈদের সিনেমায় একসঙ্গে চঞ্চল-নিশো

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চঞ্চল চৌধুরী ও আফরান নিশো; ছবি: সংগৃহীত

২০২৩ সালের ডিসেম্বরে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছিলেন, নতুন সিনেমা বানাচ্ছেন তিনি। ‘দম’ নামের সিনেমাটি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে। পোস্টারে দেখা গিয়েছিল চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মধ্যে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা ছিল, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে সিনেমায়।

তখনই জানানো হয়েছিল, দম সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। অভিনেতা নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের।’

এবার জানা গেল, দম সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে আফরান নিশোও থাকবেন। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর দম হতে যাচ্ছে নিশোর তৃতীয় সিনেমা। এটি দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা শুধু আমার না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’

আফরান নিশো; ছবি: সংগৃহীত

আফরান নিশো বলেন, ‘দম সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশে এ ধরনের সিনেমা আমি আগে দেখিনি।’

দেশের মিডিয়াঙ্গনে আফরান নিশো-রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে কাজ করলেও দুজনের একসঙ্গে কাজ করা এবারই প্রথম। আর প্রথম কাজটা হতে যাচ্ছে সিনেমা দিয়ে। নিশো জানান, তিনি অপেক্ষা করছেন সিনেমাটির শুটিংয়ে যাওয়ার জন্য। আফরান নিশো বলেন, ‘আমার অভিনীত “সুড়ঙ্গ” ও “দাগি” গল্পনির্ভর সিনেমা, যেটা আমি মেইনটেইনের চেষ্টা করি। দমও অনেক বড় ক্যানভাসের গল্প। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও বড় স্কেলের গল্প দম।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার দম সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। আমার মনে হয়, দর্শকেরাও চমকে যাবেন। এই সিনেমার সঙ্গে যাঁরা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প-চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।’

দম সিনেমায় দুই নায়কের ঘোষণা এলেও এখনো জানানো হয়নি নায়িকার নাম। এ বিষয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে সিনেমাটির শুটিং শুরু করতে পারব।’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস