হোম > বিনোদন

পরিবারের কাছে ফিরলেন অভিনেতা সমু চৌধুরী

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাগলা থানার পুলিশের মাধ্যমে তাঁর খালাতো ভাই অপু এবং অভিনয় শিল্পী সংঘের কয়েকজন সদস্যের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভোররাতে সমু চৌধুরীকে তাঁর খালাতো ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় অভিনয় শিল্পী সংঘের সদস্যরাও উপস্থিত ছিলেন।’

জানা গেছে, গত বুধবার গভীর রাতে মোটরসাইকেলে করে সমু চৌধুরী গফরগাঁওয়ের পাগলা থানার মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন। এরপর বৃহস্পতিবার দুপুরে মাজারসংলগ্ন নদীতে গোসল করে পাশের একটি গাবগাছের নিচে গামছা বিছিয়ে ঘুমিয়ে পড়েন।

এ সময় স্থানীয় যুবক মামুন তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি অভিনেতা সমু চৌধুরী। পরে মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিশ্রামরত অবস্থার কিছু ছবি পোস্ট করলে তা ভাইরাল হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ তাঁর খোঁজখবর নেয় এবং নিরাপত্তার দায়িত্ব নেয়।

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাজারের সেবক বাচ্চু শাহ বলেন, ‘সমু চৌধুরী এখানে আসার পর আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। তিনি তখন টি-শার্ট ও ট্রাউজার পরে ছিলেন। পরে আমরা তাঁকে পাঞ্জাবি, লুঙ্গি ও গামছা দিই।’

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’