ভাঙতে বসেছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন। প্রায় দুই মাস ধরে চলা এ গুঞ্জনে যেন ঘি ঢেলে দিচ্ছে ‘দসভি’ সিনেমার প্রোমোশনের সময় নিমরত কৌরের করা মন্তব্য। সিনেমার প্রোমোশনে এক সাক্ষাৎকারে অংশ নেন অভিষেক ও নিমরত। ওই সাক্ষাৎকারে অভিষেকের এক বক্তব্যে নিমরত তাঁকে ‘সৌভাগ্যবান’ আখ্যা দেন। কিন্তু কেন অভিষেককে সৌভাগ্যবান বলে মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী?
ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্কের ফাটলে তৃতীয় ব্যক্তির নাম হিসেবে উঠে এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে চির ধরেছে। ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
ওই সাক্ষাৎকারে অভিষেক জানান তিনি আউটডোর শুটিংয়ে গেলে হোটেলে বেশির ভাগ সময় না খেয়ে থাকেন। অভিষেক বলেন, আমি আসলে লজ্জা পাই। তবে কিছু খেয়েছি কি না ঐশ্বরিয়া জানতে চাইলে বলি, ’না খাইনি। তখন ওকে ফোন করে খাবার অর্ডার করতে হয়।’
ওই সাক্ষাৎকারের সময় অভিষেক সঙ্গে নিমরতও উপস্থিত ছিলেন। অভিষেকের বক্তব্য শুনে নিমরত বলেন, ‘কী মিষ্টি! সৌভাগ্যবান মানুষ।’
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া ও অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।