হোম > বিনোদন

হুমায়ূন আহমেদের ‘তারা তিনজন’কে নিয়ে নুহাশের বিজ্ঞাপনচিত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিজ্ঞাপনচিত্রে ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও এজাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’। যেখানে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ। এ তিন চরিত্র নিয়ে ৯টি নাটক নির্মিত হয়েছিল। প্রতিটি পর্বেই প্রাণখুলে হেসেছেন দর্শক। হুমায়ূন আহমেদের ছেলে নির্মাতা নুহাশ হুমায়ূনের মাধ্যমে আবার পর্দায় ফিরলেন তারা তিনজন।

ফারুক আহমেদ, এজাজুল ইসলাম ও স্বাধীন খসরুকে নিয়ে নুহাশ নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপনচিত্র। গতকাল প্রচারে আসা বিজ্ঞাপনে ফুটে উঠেছে একটি গল্প। নাম দেওয়া হয়েছে ‘জীবন একটা কুয়া’। এতে দেখা গেল, কুয়ায় লাফ দিয়ে আত্মহত্যা করতে চায় ফারুক আহমেদ। এজাজুল ইসলাম এসে তাঁকে বাধা দেন। তখন ফারুক জানান, তাঁর জীবনে কুয়ার মতো গভীর দুঃখ। তাঁর দুঃখের কথা বলতে থাকেন। সব শুনে দুঃখ দূর করার সমাধান জানায় ভাগনে চরিত্রে থাকা স্বাধীন খসরু।

নতুন এই বিজ্ঞাপনচিত্র নিয়ে জানতে চাইলে নুহাশ হুমায়ূন জানান, এটি নতুন কোনো নাটক, ফিকশন বা ওটিটি কনটেন্ট নয়। তারা তিনজনের কোনো সিকুয়েলও নয়। এটি নতুন একটি বিজ্ঞাপনের কাজ। জানা গেছে, এই তিন শিল্পীকে নিয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন নুহাশ।

নুহাশ হুমায়ূন। ছবি: সংগৃহীত

হুমায়ূন আহমেদের সৃষ্ট তারা তিনজন এখনো বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নাটকগুলোর ক্লিপস দেখা যায়। ইউটিউব ও ফেসবুকের মন্তব্যের ঘরে ঢুঁ মারলেই বোঝা যায় দর্শক এখনো মিস করেন এ তিন চরিত্রের গল্প। গত বছর এই তিন চরিত্র নিয়ে সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন স্বাধীন খসরু। সিনেমার চিত্রনাট্যের কাজও শুরু করেছেন বলে জানিয়েছিলেন তিনি। সিনেমা নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদের সঙ্গেও। সেই সিনেমার আগেই নুহাশের পরিচালনায় পর্দায় দেখা মিলল এই ত্রয়ীর। নতুন এই বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই দর্শক তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা