হোম > বিনোদন > সিনেমা

বিজয়ের মাসে আসছে ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নয়া মানুষ সিনেমার দৃশ্যে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার নানা দিক নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। আজ সিনেমার পোস্টার প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৬ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নির্মাতা সোহলে রানা বয়াতী বলেন, ‘বানভাসি মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নয়া মানুষ। চলচ্চিত্রটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শুটিং শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। নির্মাণ শেষে সেন্সরের জন্য অনেক দিন জমা পড়েছিল সিনেমাটি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।’

নয়া মানুষ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।

নয়া মানুষ সিনেমার দৃশ্যে রওনক হাসান। ছবি: সংগৃহীত

কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নয়া মানুষ সিনেমায় অভিনয় করছেন– রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী প্রমুখ। 

জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’