হোম > বিনোদন

শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী আয়োজনে আয়োজক ও নির্মাতারা। ছবি: সংগৃহীত

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সম্পাদনার মাধ্যমে ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম এবং এক মিনিটের সিনেমা নির্মাতাদের ‘এই একাদশ এই মিলনমেলা’ বসেছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে।

এ বছর ২৮টি দেশ থেকে মোট ১১৭টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে ২৭টি চলচ্চিত্র অফিশিয়ালি নির্বাচিত হয়। চারটি ক্যাটাগরি থেকে চারটি চলচ্চিত্র বিজয়ী হিসেবে পুরস্কার লাভ করে। ওপেন ডোর ক্যাটাগরিতে ইরানের সাইদ মোলতাজির ‘মেসেজ’, ভার্টিক্যাল ফিল্ম ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের এম সি জনেটের ‘লিম্বাস’, শর্ট ফিল্ম ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের আবির ভাস্করের ‘ওয়ান্ডারিং মাইন্ডস’ এবং ইউএনএইচসিআর মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে ‘দ্য স্টেটলেস’কে বিজয়ী ঘোষণা করা হয়।

২৩ ফেব্রুয়ারি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, ‘এই উৎসবের অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত। ডিআইএমএফএফ ১১ বছর ধরে দারুণভাবে এগিয়ে চলেছে এবং এখন এটি একটি সুপরিচিত উৎসব। আমি আশা করি, ভবিষ্যতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।’

পুরস্কার বিতরণ শেষে এই বছরের নির্বাচিত ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে উৎসবের বিচারক নির্মাতা তানিম রহমান অংশু চলচ্চিত্রগুলোর বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ‘শুধু মোবাইল ফোন ব্যবহার করে কোনো উন্নত আলোকসজ্জা বা প্রযুক্তিগত সহায়তা ছাড়াই এত চমৎকার চলচ্চিত্র তৈরি করা সত্যিই বিস্ময়কর।’

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

রুবাইয়াত হোসেনের সিনেমায় বাঁধন, শিমু ও সুনেরাহ

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ খান

সৌদিতে সিনেমার উৎসবে ঐশ্বরিয়া

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স