হোম > বিনোদন > সিনেমা

সতর্কতার পরও শাকিবের তাণ্ডবে পাইরেসির হানা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

কয়েক দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তাঁরা। এরপরেও ঠেকানো গেল না। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত তাণ্ডব।

শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডব সিনেমার ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো তাণ্ডবের পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে। তাণ্ডব টিম ইতিমধ্যে পাইরেসি রোধে কাজ করছে বলে জানিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। যারা পাইরেসির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

গতকাল হল ভিজিটে গিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাইরেসি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে যে এজেন্সি নিয়োগ করা হয়, আমরাও সেই এজেন্সি নিয়োগ করেছি প্রথম থেকে। তাদের মাধ্যমে আমরা পাইরেসির বিষয়টি ভালোভাবে কন্ট্রোল করছি। যেসব পেজ থেকে তাণ্ডবের লিংক শেয়ার করা হচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

তবে পাইরেসির এই ঘটনা তাণ্ডবের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মত এই প্রযোজকের। শাকিল বলেন, ‘পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের তুফানও পাইরেসির কবলে পড়েছিল। তবে সিনেমা যে বড় স্ক্রিনে দেখার বিষয়, সেটা দর্শক ভালো করে জানে। হলে সিনেমা দেখার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে মেলানো যাবে না। একটা সময় সিনেমাটি ওটিটিতে আসবে। তাই বলে দর্শক হলে আসবে না, এমনটা নয়। আগামী কয়েকদিনের বেশিরভাগ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।’

ছবি: সংগৃহীত

গত রোজার ঈদেও পাইরেসির কবলে পড়েছিল শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়েছিল সিনেমার বিভিন্ন ক্লিপ। মুক্তির এক মাসের মাথায় পুরো সিনেমা পাইরেটেড হয়ে যায়। এবার তাণ্ডব পাইরেসির কবলে পড়ল মাত্র এক সপ্তাহের মাথায়। এর ফলে সিনেমাটি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অ্যাকশন ঘরানার তাণ্ডব বানিয়েছেন রায়হান রাফী। ঈদের দিন ১৩৩টি হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল তাণ্ডব। এতে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ।

বিজয় দিবসের টিভি আয়োজন

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

নাটক প্রযোজনায় শামীম হাসান

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর