হোম > বিনোদন > টেলিভিশন

আরটিভিতে আগামীকাল থেকে নতুন ধারাবাহিক নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘নামে চালাক কামে বোকা’ ধারাবাহিক নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

হাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস। আগামীকাল থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।

ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের এক কাল্পনিক গ্রামের বাসিন্দাদের নিয়ে। সোনারচর বদলে গিয়ে নাম হয়েছে এখন চালাকচর। নামে চালাক থাকলেও এই গ্রামের বেশির ভাগ মানুষ বোকা। দেখা গেল, কেউ দোকান বা বাসাবাড়ির দরজায় তালা দিল; চাবি হারিয়ে যাওয়ার আশঙ্কায় সেই চাবি দরজার পাশেই ঝুলিয়ে রাখে। আবার এমনও হয়, তালা খুলে যে চোর ঘরে ঢোকে, সে আর বের হওয়ার উপায় খুঁজে পায় না। বোকা হলেও এই গ্রামের মানুষ নিজেদের মহাপণ্ডিত ভাবে।

নামে চালাক কামে বোকা ধারাবাহিকের অন্যতম চরিত্র গ্রামের নম্বর ওয়ান বোকা মুকাম সরদার। স্বভাবে অলস। বোকামির কারণে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। সংসারে তার দুই সুন্দরী মেয়ে নিলুফা ও আলেয়া। বড় মেয়ে নিলুফার বিয়ে হয়েছে অনেক আগে। বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে নিলুফাকে তাড়িয়ে দিয়েছে। এতে নিলুফার কোনো দুঃখ নেই। তার চতুর স্বামী আগুন সরদার প্রায়ই আসে। এসে কান্নাকাটি করে শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়ার ফন্দি করে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস