হোম > বিনোদন

আসন্ন ঈদ উপলক্ষে ফ্যান্টাসি কিংডমের নতুন আকর্ষণ টর্নেডো ৩৬০ ভিআর

ঈদ মানেই বাড়তি আনন্দ। ঈদ মানেই ফ্যান্টাসি কিংডমের বিশেষ আয়োজন। প্রতিবারই ঈদ উৎসব উদ্‌যাপনের জন্য ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স বিনোদন পিপাসুদের কথা চিন্তা করে ভিন্ন রকম নতুন নতুন আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স-এ অত্যাধুনিক আন্তর্জাতিক মান সম্পন্ন তুরস্কে উদ্ভূত রাইড টর্নেডো ৩৬০ ভিআর সংযোজন করা হয়েছে।

টর্নেডো ৩৬০ ভিআর আনার মাধ্যমে দেশের বিনোদন খাতে নতুন দ্বার উন্মোচন হয়েছে। বিস্ময়কর দৃশ্য, ডায়নোসর, হাই-স্পিড রেসিং বাস্তবে অনুভব করার সঙ্গে ৩৬০ ডিগ্রি রোটেশন রাইডটির রোমাঞ্চের মাত্রা আরও বাড়িয়ে দিবে।

টর্নেডো ৩৬০ ভিআর রাইডটিতে ব্যবহৃত হয়েছে ফাইবারগ্লাস শোল্ডার হারনেস; সঙ্গেই রয়েছে অতিরিক্ত বেল্ট লক যেন দর্শনার্থীদের নিরাপত্তায় কোনো ত্রুটি না থাকে। আবার ভিআর হেডসেট ৫.১ সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা বাস্তবের মতো ছবি দেখতে ও শুনতে পাবে এই রাইডটিতে। ৭ মিনিটব্যাপী চলমান এই রাইডটি দর্শনার্থীদের মনে বিশেষ দাগ কেটে যাবে বলে বিশ্বাস করা হচ্ছে।

বিগত দুই যুগ ধরে ফ্যান্টাসি কিংডম দেশের দর্শনার্থীদের ভিন্নধর্মী বিনোদনের ব্যবস্থা করে আসছে। টর্নেডো ৩৬০ ভিআর তাদের এই প্রচেষ্টার আরেকটি সংযোজন। ভার্চুয়াল রিয়ালিটির জগতে বিনোদনের ভিন্ন মাত্রা যোগ করতে ফ্যান্টাসি কিংডম-এ, এই নতুন রাইডের কোনো জুড়ি নেই। বিনোদন শিল্পে নতুন মাত্রা যোগ করার লক্ষে সবসময় কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. পথিকৃত।

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

‘ফেলুদা’, ‘স্ট্রেঞ্জার থিংস’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ টিএসসিতে চতুর্দশ সঞ্জীব উৎসব

বড়দিনের টিভি আয়োজন

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন