হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্থায়ীভাবে ক্যাম্পাস পরিচালনার অনুমোদন পেল এসইউবি

ক্যাম্পাস পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাস। ১৪ আগস্ট ইউজিসি থেকে চিঠির মাধ্যমে এই বিষয় বিশ্ববিদ্যালয়কে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষ পরিদর্শন কমিটি সম্প্রতি এসইউবির স্থায়ী ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার দক্ষিণ পূর্বাচল কাঞ্চনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় এসইউবির স্থায়ী ক্যাম্পাস হিসেবে অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সব নিয়মকানুন ও নির্দেশিকা অনুসরণ করে ঢাকার ধানমন্ডির ক্যাম্পাসে ইউজিসির অনুমোদনসহ একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। যা ২০২৪–এর জানুয়ারিতে দক্ষিণ পূর্বাচল কাঞ্চনে স্থায়ী ক্যাম্পাস হিসেবে স্থানান্তরিত হয়। 

স্থায়ী ক্যাম্পাস অনুমোদন দেওয়ায় এসইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এম শামীম, ট্রাস্টি বোর্ডের সদস্যরা ও উপাচার্য প্রফেসর চৌধুরী মফিজুর রহমান শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা