ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একাধিক হলে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সুফিয়া কামাল হল, জিয়া হল, ফজলুল হক মুসলিম হল এবং শহীদুল্লাহ হলের ফলাফলে তাদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সুফিয়া কামাল হল
ভিপি: সাদিক কায়েম ১২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭, শামিম ৪৮৫।
জিএস: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬।
এজিএস: মহিউদ্দিন ১১৩৫, হা-মিম ৩৯৭, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।
জিয়া হল
ভিপি: সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১, উমামা ১৫৩, আব্দুল কাদের ৪৭, জামাল ২২।
ফজলুল হক মুসলিম হল
ভিপি: সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১।
জিএস: ফরহাদ ৪৮৯, আবু বাকের ৩৪৫, হামিম ২২৮।
এজিএস: মহিউদ্দিন ৭০৫।
শহীদুল্লাহ হল
ভিপি: সাদিক কায়েম ৯৬৬, আবিদ ১৯৯, উমামা ১৪০, শামীম ১৬১, আব্দুল কাদের ৫৬, জামাল ২৬।
জিএস: ফরহাদ ৭৭৩, হা-মিম ২৪৯, আবু বাকের ২৪১, মেঘমল্লার ১২৫, আরাফাত ৭৯।
এজিএস: মহিউদ্দিন খান ৮৪৪, মায়েদ ১৭৯, তাহমিদ ১২৯, আশরেফা ২১।